• Friday, January 10, 2025
  • 09:45:46 AM

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ‘শিল্পের শহর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Nov 14, 2018

Share With

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশ শিল্পকলা একাডেমী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘শিল্পের শহর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত গেয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. দাউদ হোসেন, জেলা শিল্পকলার কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সাল।

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন,  সমাজসেবী ও সাংস্কৃতিক কর্মী মনিম উদ-দৌলা চৌধুরী, স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমি আহ্বায়ক কমিটির সদস্য গোলাম ফারুক মিথুন ও আমিনুল ইসলাম আবির।

সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক কর্মীরা অংশ নেয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভিরাসহ গ্রামীণ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড তুলে ধরা হয়।