দেশের সকল প্রবীণদের জন্য ‘সিনিয়র সিটিজেন কার্ড’ দেওয়া হবে। যেন ওই সকল প্রবীণ লোক যেকোনো যানবাহনে ১ম শ্রেণির আসন পায়। এছাড়াও আরো ১০-১২টি বিশেষ সুযোগ-সুবিধা পাবে যারা সিনিয়র সিটিজেন কার্ড পাবেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন
- Jan 12, 2019
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান। চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগরে অবস্থিত সরকারি শিশু পরিবারের ক্যাম্পাসে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনটি নির্মিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে শনিবার ৬ তলা এ-কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান।
উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. জাহাঙ্গীর আলম ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এ-সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুছ ছালাম মোল্লা।
অনুষ্ঠানে জানানো হয়, এ কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে ১২ কোটি টাকা। সম্পূর্ণ সরকারি বাজেটে এ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। ৬ তলা এ ভবনের আয়তন ৩৬ হাজার ৭শ বর্গফুট। প্রতিটি ফ্লোরের আয়তন ৬ হাজার ১শ ৫০ বর্গফুট। এ ভবনের ১ম তলায় রিসিপশন, অটিজম কর্ণার, ওয়েটিং রুম, কনসালটেন্ট ফিজিওথ্যরাপিস্ট, ডে-কেয়ার ও ক্যাাফেটেরিয়া। ২য় তলায় উপ-পরিচালকের অফিস কক্ষ ও অন্যান্য অফিসারদের কক্ষ, সম্মেলন কক্ষ। ৩য় তলায় শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। ৪র্থ ও ৫ম তলায় ক্লাস রুম, টিচারস্ রুম, লাইব্রেরী। ৬ তলায় থাকছে বড়ধরনের সম্মেলন কক্ষ।