• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বনলতা এক্সপ্রেস ট্রেন ১৭ জুলাই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Jul 11, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা বনলতা এক্সপ্রেস ট্রেন ১৭ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড.আব্দুস সামাদ, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড.নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতিসহ জেলার বিভিন্ন দপ্তরপ্রধানগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিনুযায়ী গত ৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী এ্যাড. নুরুল ইসলাম সুজনের ঘোষণার প্রেক্ষিতে আগামী ১৮ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ হতে সরাসরি ঢাকা রুটে চালু হচ্ছে দেশের প্রথম বিরতিহীন ট্রেন “বনলতা এক্সপ্রেস”। এর আগে ১৭ জুলাই বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবঞ্জ হতে সরাসরি ঢাকাগামী এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।