• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সাংসদ আব্দুল ওদুদের মতবিনিময়

  • Oct 28, 2018

Share With

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সাংসদ আব্দুল ওদুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ নাসিং ইনষ্টিটিউট চত্বরে সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস কামাল আতাতুর্কের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুস সালাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. দুররুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মার্জিনা হক, সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম এ মতিন, ডা. ময়েজ উদ্দিন, নাসিং ইনষ্ট্রাক্টর মতিয়ারা খাতুন, সিনিয়র স্টাফ নার্স হোসনে আরা প্রমুখ।