• Monday, December 30, 2024

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান

  • Aug 04, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে পৌর মেয়র অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান, বিদায়ী জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান

বক্তরা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের  চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতেও ভাল ফলাফল করে দেশ গড়ার আহব্বান জানান।  অতিথিরা শিক্ষার্থীদের ফুল ও ক্রেষ্ট প্রদান করেন। এছাড়া প্রত্যেককে প্রধানমন্ত্রীরপক্ষে ৫শ’ টাকার বই উপহার দেয়ার ঘোষণা দেন সমাজ কল্যাণ সচিব।

চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে পৌরসভার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। সময় পৌর সভার প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন