• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ পৌর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যশস্য বিতরণ

  • May 09, 2020

Share With
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জরুরি খাদ্যশস্য বিতরণ অব্যহত রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে দিন মজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয় লিঙ্গসহ ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্যশস্য বিতরণ করছে পৌরসভা।
১৫ টি ওয়ার্ডর মানুষের মাঝে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে খাদ্যশস্য  বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
এ সময় পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর বৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিন প্রায় ১ হাজার ৫০০ মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়।