চাঁপাইনবাবগঞ্জ থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ: দুর্ভোগে যাত্রীরা
- Aug 03, 2018
নিরাপত্তা জনিত কারনে শুক্রবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে দুরপাল্লার সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারা দেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বাস মালিকেরা। তবে বাসের নিরাপত্তার কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে চাঁপাই নবাবগঞ্জ শ্রমিক সংগঠনের সভাপতি সাইদুর রহমান জানান, মুলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ সিদ্ধান্ত। কারন রাজশাহী তাদের আওতাধীন এলাকায় আমাদের গাড়ি বা শ্রমিকের নিরাপত্তার দায়িত্ব নেবেনা বলে জানিয়ে দেয়ায়, আমরা নিরাপত্তার স্বার্থে মালিকদের দাবির সাথে একমত হয়েছি।
তবে, বাস চলাচল বন্ধ রাখার ব্যাপারে আগাম কোন মাইকিং না করায় দুরদুরান্ত থেকে আগত শত শত যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে চরম দুর্ভোগের মধ্যে পড়ে। আর যাত্রীরা বাস না পেয়ে কেউ কেউ অটোরিক্সায় যাত্রা করছে। তবে দুরের যাত্রীরা অনেকেই বাড়ি ফিরে যাচ্ছে।
এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান অভিযোগ করেন, শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়েছে। তারা বাসে ভাঙচুর চালাচ্ছে। নিরাপত্তার কারণে তারা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাতে বাস চলবে।