• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদ পাড়ায় গোরস্থান উন্নয়ন কাজের উদ্বোধন

  • Jul 31, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদ পাড়া গোরাস্থান উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং আওয়ামী লীগের সভাপতি আসাদুল হক জসুর নেতৃত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদপাড়া মন্ডল পরিষদের সভাপতি মোজাম্মেলন হক, মো. রুহুল আমিন, মসজিদপাড়া সমাজ কল্যাল পরিষদের সভাপতি বাহারাম আলী, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, মো. ওবাইদুল ইসলামসহ অন্যান্যরা। এ-সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য আব্দুল ওদুদ মসজিদ পাড়ার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পরে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী মো. আব্দুল বাসীর আলহাদী। উল্লেখ্, ৮ লক্ষ টাকা ব্যয়ে এ সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।