• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের আ.লীগ প্রার্থী ওদুদ এমপির মতবিনিময় সভা

  • Dec 04, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের আ.লীগের প্রার্থী আব্দুল ওদুদ এমপি চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে মঙ্গলবার সকালে মতবিনিময় করেছেন।

দুইবারের এমপি আব্দুল ওদুদ এবারো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। যাচাই-বাছাই কার্যক্রমেও তিনি টিকে গেছেন। এখন শুধু অপেক্ষা নির্বাচনের। ইতোমধ্যে তিনি সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী আচরণ বিধিমালার কারণে এখন প্রচার প্রচারণা চালানো যাবে না। সে জন্য তিনি ঘরোয়াভাবে সকল নেতাকর্মীকে প্রস্তুত হতে আহবান জানিয়েছেন।

এছাড়াও ঘোড়া স্ট্যান্ড, মহারাজপুর, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নতুন হাট, শিবতলা, চরমোহনপুর, তেলিপাড়া, টিকরামপুর এলাকায় উপস্থিত হয়ে সকলের কাছে নির্বাচনের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

বিভিন্ন এলাকায় পরিদর্শনের সময় ওদুদ এমপির সাথে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকল নেতাকর্মীকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার আহবান জানান আব্দুল ওদুদ এমপি।