• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের নতুন কমিটি: সভাপতি রুহুল ও সম্পাদক রাসেল

  • Dec 01, 2018

Share With
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে রুহুল আমিন সভাপতি ও রুহুল আমিন রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে শহরের একটি হোটেলে জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল ও সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটুর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

তারা জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করতে আগামী তিন বছরের জন্য এ কমিটি দেয়া হয়। কমিটিতে তাজেমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এদিকে কমিটি গঠন উপলক্ষে শনিবার দুপুরে নবগঠিত নতুন কমিটির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপিকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।