• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাকিমের র‌্যালি ও পথসভা

  • May 05, 2019

Share With
উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।
রোববার সকালে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল হাকিমের সমর্থনে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখাসহ এর অঙ্গসংগঠনের ব্যানারে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে পথসভায় মিলিত হয়।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুস সামাদ, চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সহ-সভাপতি মো. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিটো, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মো. রুহুল আমিন, শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. শাহনেওয়াজ দুলাল প্রমুখ।
এসময় মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, দেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে এক হয়ে কাজ করতে হবে।