• Thursday, November 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত, চলছে ভোট গণনা

  • Oct 14, 2019

Share With

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

সোমবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয় এবং তা একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের অ্যাড. মো. নজরুল ইসলাম (আ’লীগ), ধানের শীষের মো. তসিকুল ইসলাম তসি (বিএনপি) ও স্বতন্ত্র মো. জিয়াউর রহমান তোতা (আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সোহরাব আলী (তালা), মো. তোসিকুল আলম (টিউবওয়েল), মো. নজরুল ইসলাম (উড়োজাহাজ), মো. নজরুল ইসলাম (টিয়া পাখি), নাহিদ ইসলাম (বই), লেনিন প্রামাণিক (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. শরিফা খাতুন (হাঁস), মোসা. শরীফা খাতুন (ফুটবল), মোসা. নাজনীন নাহার (পদ্ম ফুল), মোসা. তাসলিমা খাতুন (সেলাই মেশিন), মোসা. নাসরিন আখতার (কলস), মোসা. মাতুয়ারা বেগম (বৈদ্যুতিক পাখা) ও মোসা. রজনী খাতুন (প্রজাপতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে জামায়াতের প্রার্থী মোখলেসুর রহমান ১ লাখ ১১ হাজার ৫’শ ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম অ্যাড. সামসুল হক ৬৭ হাজার ৬৯০, বিএনপির প্রার্থী তসিকুল ইসলাম তসি পেয়েছিলেন ৪২ হাজার ৫১ ভোট।

২০০৯ সালের উপজেলা নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মো. রুহুল আমিন ১ লাখ ৭ হাজার ৮ শ ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের রফিকুল ইসলাম পান ৯১ হাজার ৮৫ ভোট।