• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসিকে বিদায় সংবর্ধনা

  • Sep 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর রহমানকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম। জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী ওসি মনজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে সফল বিদায়ী ওসিকে শুভেচ্ছা জানান পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম। পরে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় মনজুর রহমানকে।

এ-সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার এটি এম মাইনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার হেটকোয়ার্টার আব্দুল হাই সরকারসহ অন্যান্য অফিসার ও পুলিশ সুপার কার্যালয়ের স্টাফবৃন্দ।