• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপির শহীদুল হক হায়দারীর মনোনয়নপত্র সংগ্রহ

  • Nov 25, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক: রোববার সকালে  চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপির  মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  ও শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুল হক হায়দারীর পক্ষে শিবগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোবারকপুর ইউনিয়ন সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল রহমান ।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. এরশাদ বিশ্বাস, মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোবারকপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল রহমান, সাবেক মোবারকপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান কালু, মোবারকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ আলি, মোবারকপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনসারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুবদল নেতা শহীদুল হক হায়দারী শিবগঞ্জ উপজেলাবাসীসহ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।