• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের দলীয় মনোনয়ন ফরম তুললেন সৈকত জোয়ার্দ্দার

  • Nov 10, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈকত জোয়ার্দ্দার । ধানমন্ডিস্থ দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম তোলেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)। ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে শনিবার সকাল ১০টায় সৈকত জোয়ার্দ্দার মনোনয়ন ফরম তুলেন। আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁকে দল থেকে মনোনয়ন দিবেন বলে তিনি আশাবাদী।

নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার উন্নয়নে দীর্ঘদিন ধরে তিনি কাজ করে যাচ্ছেন। আগামীতেও কাজ করে যেতে চান। নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈকত জোয়ার্দ্দার।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদেরকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।