• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন জিয়াউর রহমান

  • Nov 28, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউর রহমান।

বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক, সাবেক সভাপতি হুমায়ন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজামাল আনসারী, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ অন্যান্য নেতৃবৃন্দ।