• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন হারুন ও পাঠান

  • Nov 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  দলীয় মনোনয়ন ফরম তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ৩ বারের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব মো. হারুনুর রশীদ।

অন্যদিকে, বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ওবাইয়েদ পাঠানও মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

হারুনুর রশীদ জানান, চাঁপাইনবাবগঞ্জের অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে আবারো আমি বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকেই মনোয়ন দেবেন প্রার্থী হিসেবে সে ব্যাপারে আশাবাদী আমি। কারণ আমি দল থেকে ৩ বার ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম।

অপর দিকে  ওবাইয়েদ পাঠান জানান,  ঢাকায় বিএনপির পল্টনের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ফরমের মূল্য ৩০ হাজার টাকা। সবকিছু বিবেচনা করে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে ধানের শীষ প্রতীকের জন্য মনোনয়ন দেবেন বলে আমি আশাবাদী