• Friday, January 24, 2025

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার

  • Apr 20, 2019

Share With

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তের কাছে ধানক্ষেতে এক যুবকের লাশ পাওয়া গেছে। শনিবার সকালে স্থানীয়রা ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে। নিহত যুবকের নাম বিশু (২১), সে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া চটকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের শোভাপুর ক্যাম্পের জোয়ানদের গুলিতে ভোর রাতের কোন একসময় গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসার সময় বাংলাদেশের ভুখন্ডে মারা গিয়েছে বিশু। স্থানীয়রা আরো জানায় বিশুসহ বেশ কয়েকজন গতকাল রাতে ভারতে গরু আনতে গিয়েছিলো।

এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, সীমান্ত থেকে ২ কিলোমিটার দূরে ধানক্ষেতে লাশ পড়ে থাকার কথা আমরাও শুনেছি, পরে বিএসএফের সাথেও যোগাযোগ করা হয়েছে, তারা সীমান্তে গোলাগুলির কথা অস্বীকার করে।