• Friday, January 24, 2025

চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ২২ ॥ ৫০ গাড়ি ভস্মীভূত

  • Nov 28, 2018

Share With

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো অন্তত ২২ জন। আজ বুধবার দেশটির হেবেই প্রদেশের ঝাংজিয়াকও শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া রাসায়নিক কারখানার কাছে থাকা প্রায় ৩৮ টি ট্রাক ও ১২ টি গাড়ি পুড়ে যায়। আগুন নেভাতে দেশটির দমকল বাহিনী কাজ করছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত বিস্ফোরণে কারণ জানা যায় নি। তবে তদন্ত শুরু হয়েছে।