• Sunday, April 13, 2025

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে যেসব আয়োজন থাকছে

  • Apr 12, 2025

Share With
পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বড় আকারে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বড় আকারে উৎসব উদযাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে যে-সকল আয়োজন থাকবে, সে সংক্রান্ত একটি তালিকা বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে গত ৪ এপ্রিল থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বিজু, বিসু, সাংগ্রাই, বিহু, বাহা, ওয়ানগালাসহ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর স্থানীয় পর্যায়ে নববর্ষ উৎসব ও মেলার আয়োজনের পাশাপাশি ১২ এপ্রিল দেশব্যাপী ১২টি অঞ্চলে সাধুমেলা আয়োজন করা হবে।

এছাড়া, ১২ এপ্রিল শ্রীমঙ্গলে চা শ্রমিকদের অংশগ্রহণে ফাগুয়া উৎসব, ১৩ থেকে ১৪ এপ্রিল নবপ্রাণ আন্দোলনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’দিনব্যাপী অনুষ্ঠান এবং ১৩ এপ্রিল বিকেল ৩টয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ড শো-এর আয়োজন করা হবে।

নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে ১৪ এপ্রিল সকাল ৬টা ১৫মিনিটে ছায়ানটের আয়োজনে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হবে।

এছাড়া, ১৪ এপ্রিল সকাল ৬টায় ঢাকার রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বর্ষবরণ অনুষ্ঠান, সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বাঙালিসহ পাহাড় ও সমতলের ২৮টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকালে বৈশাখি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় চীনা কারিগরি দলের পরিবেশনায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ড্রোন শো-এর আয়োজন করা হবে।