• Friday, January 24, 2025

ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের জন্য ফাউন্ডেশন গঠন: ড.ইউনূস

  • Aug 21, 2024

Share With

ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে যাঁরা আহত হয়েছেন, তাঁদের পাশাপাশি তাঁদের পরিবার ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সেই ফাউন্ডেশনের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস আজ মঙ্গলবার এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে এবং সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা থাকবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, যাঁরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, আমরা তাঁদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না। তাঁদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য যা যা প্রয়োজন, আমরা তার সবকিছুই করব।

ড. ইউনূস খুব শিগগির ফাউন্ডেশনের কার্যপ্রণালি ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান।