• Saturday, December 21, 2024

জনগণের মুখোমুখি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের ৫ প্রার্থী

  • Dec 12, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জে জনগণের মুখোমুখি হয়েছেন একাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া ৫ প্রার্থী। সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কের এই অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ৬ প্রার্থীর মধ্যে ৫ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ, বিএনপির প্রার্থী হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল, জাকের পার্টির বাবলু হোসেন, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট কামরুজ্জামান খান। তবে অনুষ্ঠানে আসেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কাদের।

সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড শাহজামালের সভাপতিত্বে জনগণের মুখোমুখি সাংসদ সদস্য প্রার্থীরা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দীলিপ কুমার সরকার।