• Friday, January 24, 2025

জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • Nov 05, 2024

Share With

জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধার সম্পাদক মাসুদ রানা প্রমুখ। সভায় জেলার সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর জয়পুরহাটের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আফরোজা আকতার চৌধুরী যোগদান করেন।