• Thursday, March 13, 2025

জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোন নির্বাচন নয় : রাজশাহীতে ফজলুর রহমান

  • Feb 24, 2025

Share With

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. ফজলুর রহমান বলেছেন, জাতীয় সংসদের নির্বাচনের আগে অন্যকোন নির্বাচন নয়, সেটা বিএনপির কাছে গ্রহণযোগ্য হবেনা। গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশাও সেটা। যা নিয়ে বিএনপি দীর্ঘ পনেরটি বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে। বিএনপিসহ মুক্তিকামী হাজার হাজার জনতা জীবন দিয়েছে।

হাজার হাজার কর্মী বহু মামলা মাথায় নিয়ে জেল খেটেছে। আবার পালিয়ে বেড়িয়েছে। অনেকে একেবারে নিখোঁজ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী হয়েছে। হারিয়েছে তার প্রানপ্রিয় পুত্র কোকোকে। আরেক পুত্র তারেক রহমানকে দেশান্তরী করা হয়েছে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের এত জুলুম নির্যাতন অন্য কোন দলের উপর হয়নি। বিএনপি দেড় দশক ধরে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে। আল্লাহর ইচ্ছেয় ছাত্র জনতার জীবন মরন আন্দোলনের মধ্যদিয়ে অবশেষে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতন হয়েছে। তখন সবার শ্লোগান ছিল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি।

রাজশাহীর রানি বাজার মোড়ে সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাজশাহী জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক নির্যাতিত নেতা আবু সাঈদ চাঁদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আহবায়ক এ্যড. এরশাদ আলী ঈশা,বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, গোদাগাড়ী বিএনপি নেতা মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন প্রমুখ।

এ্যাড. ফজলুর রহমান বলেন, দেশে একটি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে। তাকে স্বাগত জানায়। কিন্তু তা যেন ক্ষমতার ভেতরে থেকে কিংস পাটি হিসাবে জন্ম না হয়। মানুষ অতীতে এমন কিংস পাটিকে প্রত্যাখান করেছে। তিনি বলেন, দেশে এখন সর্বক্ষেত্রে অচলাবস্থা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালনা। দ্রব্যমূল্য সাধারন মানুষের নাগালের বাইরে। সামনে রমজান আসছে। তিনি অন্তবর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুসকে উদ্যেশ্যে করে বলেন, দেশের এক চরম সংকটময় মুহুর্তে মানুষ আপনাকে বরন করে নিয়েছে। অনেক আশা নিয়ে। তাদের সে আশা ভঙ্গ করবেন না।

তিনি জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেন, আপনারা বিএনপিকে চাঁদাবাজ দখলবাজসহ নানা নামে চরিত্র হনন করছেন। এসব করার আগে নিজেদের অতীত ও বর্তমান চরিত্র আয়নায় দেখেন। কারা দখলবাজি করছে। রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কারা বসেছে। শ্রমিকলীগ নেতাকে শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা বানানো হয়েছে। দেশের অর্থনীতি ধ্বংস করা এস আলমের দোসর রাজশাহীর নাবিল গ্রপ এখন আপনাদের কোলে। এরা প্রায় সাত হাজার কোটি টাকা লুট করেছে। সারাদেশে এমন বহুত উদাহরন রয়েছে। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে উদ্যেশ্য করে বলেন, আপনার রাজনৈতিক ব্যকগ্রাউন্ড জাসদের। জামায়াতে ইসলামীতো মাওলানা পন্থিদল। আপনার নামের আগেতো মাওলানা নেই।

জামায়াতে ইসলামী সারাদেশের ভোটের সংখ্যা বড় জোর দশ পনের পার্সেন্ট। এই রাজশাহীতেই তারেক রহমান যাকে যেখানে ধানের শীষ দেবে সেই পাশ করে যাবে। স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার এসব নিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করবেন না। ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন না। ছাত্র জনতার আন্দোলনের ফসল ভিন্নখাতে নিয়ে যাবার ষড়যন্ত্র বরদাস্ত করা হবেনা। তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ১৯৭১ সালে মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ করেছেন। এদশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে অনেকে রাজনীতি করবার সুযোগ পান।