• Saturday, December 21, 2024

জাতীয় পাবলিক সার্ভিস দিবসে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা

  • Jul 23, 2018

Share With

শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এরশাদ হোসেন খাঁন। সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন এর সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনুল হক প্রমুখ। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেনের স্ত্রীসহ ২ শিশু সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় শোক প্রস্তাব গৃহীত ও আহত আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।