• Friday, January 24, 2025

জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

  • Jul 18, 2018

Share With

“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ আমিমুল হক এহসান।
জেলা মৎস্য কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, আশির দশকে প্রাকৃতিক জলাশয়গুলো বিভিন্ন প্রজাতির দেশীয় মাছে ছিল ভরপুর। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট প্রতিকুলতার কারণে দেশীয় প্রজাতির মাছ আজ হুমকীর সম্মুখীন। তাই প্রাকৃতিক জলাশয়গুলোকে মাছের আধার হিসেবে সংরক্ষণ করার পাশাপাশি বদ্ধ জলাশয়গুলোতে উন্নত প্রযুক্তিতে মাছ চাষের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মাছ চাষের মাধ্যমে প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নতি সাধন ও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। তাই বর্তমান সরকার মাছ চাষে গতিশীলতা বাড়াতে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরে পুকুরসহ অসংখ্য জলাশয়ে মাছ চাষ করায় ইতিমধ্যে দেশের চাহিদা মিটিয়ে মাছ এখন বিদেশে রপ্তানী করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মৎস্য উৎপাদনে সারাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ তৃতীয় স্থানে রয়েছে।