• Friday, January 24, 2025

জাতীয় শোকদিবস স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকলীগের র‌্যালী ও আলোচনা

  • Aug 03, 2019

Share With

জাতীয় শোকদিবস স্মরণে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকলীগের র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে এ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের নতুন কমিটির পরিচিতি সভাও অনুিষ্ঠিত হয়  ।

জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্ববায়ক শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে অনুষ্ঠিত শোক ও পরিচিতি সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ মু. জিয়াউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক মেসবাউল হক জুয়েল, সদস্য সচিব মাহবুব হাসান ঋতু, মুন্সি নজরুল ইসলাম সুজন প্রমুখ।

শনিবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শোকর‌্যালী বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা।