• Saturday, December 21, 2024

জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

  • Jul 10, 2019

Share With

জাতীয় শোক দিবস (১৫ আগস্ট/২০১৯) যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেডএম নূরুল হকের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোছাইন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি, মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আব্দুস সামাদ, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, নাটাব চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা মনিম-উদ-দৌলা চৌধুরী, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি প্রমুখ। 

সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বৃহস্পতিবার সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় জেলার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে শোকর‌্যালী, জেলা মহিলা কল্যাণী সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং বাদ যোহর কোর্ট জামে মসজিদসহ জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।