• Saturday, December 21, 2024

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নাচোলে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

  • Aug 02, 2018

Share With

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বেলা  ১১টার সময় নাচোলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

নাচোলে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খাঁন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাঈল, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

দিবসটি যথাযোগ্য মর্যায় পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।