• Saturday, December 21, 2024

জামায়াতের সাবেক আমীরসহ চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের নেতা-কর্মী গ্রেপ্তার

  • Dec 24, 2018

Share With

জামায়াতের সাবেক জেলা আমীরসহ চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-জামায়াতের বিভিন্ন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নাশকতা মামলার সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলামসহ জামায়াত-শিবিরের ৭ জন ও জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়েদ পাঠান রয়েছেন।

সদর থানার পরিদর্শক (অভিযান) ইদ্রিস আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিভিন্ন নাশকতা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে সোমবার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।