• Saturday, December 21, 2024

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাল টাকাসহ বিএনপির ২ জন আটক

  • Dec 28, 2018

Share With

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৃহষ্পতিবার বিকেলে জাল টাকাসহ বিএনপি ও সাবেক ছাত্রদলের ২ নেতা কে আটক করেছে নাচোল থানা পুলিশ।

আটককৃতরা হলেন নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা (৫০) ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিদুর রহমান মুকুল (৩৮)।

নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার দুপুরে নাচোল থানা পুলিশ জানতে পারে যে , বিএনপির একটি দল ভোটের প্রচারনার সময় ভোট কেনাবেচার জন্য টাকা নিয়ে শহরে গনসংযোগ করছে। এরকম সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি নাচোল শহরের কেন্দ্রীয় ঈদগার সামনে অভিযান চালিয়ে নাচোল পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. দুরুল হোদা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান মুকুল কে তল্লাশি চালিয়ে ২৫ হাজার জাল টাকা ও ১০ হাজার আটল টাকা জব্দ কর এবং এ ২ জন নেতাকে আটক করে।

আটককৃতরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে টাকা ছড়াছড়ির মাঝে জাল টাকাও ছড়াছিলেন বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলে ওসি জানান।