• Saturday, December 21, 2024

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৪৭

  • Nov 08, 2018

Share With

জিম্বাবুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির রাজধানী হারারে ও দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর রুসেপে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

পুলিশের মুখপাত্র পল নিয়াথি বলেছেন, জিম্বাবুয়ে-মুতারি হাইওয়ে বাস সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যাত্রীবোঝাই একটি বাস রাজধানী রাজধানী হারারে ছেড়ে রুসাপে শহরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি দ্রুতগামীর বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।

রাষ্ট্র-পরিচালিত পত্রিকা হেরাল্ড এক টুইট বার্তায় জানিয়েছে, ঘটনাস্থলের হতাহতের ছবি এতই বীভৎস যে, তা পোস্ট করার মতো নয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জিম্বাবুয়েতে গত কয়েক বছর ধরে বাস দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর জন্য দেশটির বাজে রাস্তাঘাটকে দায়ী করা হয়। গত বছরের জুন মাসে আরেক বাস দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়।