টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন
- Nov 09, 2018
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সিএনজি চালক ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে ছবুর মিয়া (৩৫)। নিহত আরও ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি মোশারফ হোসেন বলেন, একটি সিএনজি চালিত অটোরিকশা কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অজ্ঞাত একটি গাড়ি সিএনজিকে পিছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। আহত হয় সিএনজির আরো দু’জন যাত্রী। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিংসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাদেরও মৃত্য হয়।