• Saturday, December 21, 2024

টাঙ্গাইলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু

  • Nov 23, 2018

Share With

টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একজন বৈমানিকের মৃত্যু হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে মহড়ার সময় বিমান বাহিনীর এফ৭ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। দুর্ঘটনার কারণ বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।