• Friday, January 10, 2025
  • 01:54:03 PM

ট্রাফিক সেবা সপ্তাহ শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ

  • Aug 05, 2018

Share With

ট্রাফিক সেবা সপ্তাহ পালন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে রোববার সকালে শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে কলেজের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সমাবেশে মিলিত হয়।

পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, সপ্তাহজুড়েই জেলার বিভিন্নস্থানে চেকপোষ্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই করা হবে। এছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করবে পুলিশ।