• Friday, January 24, 2025

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন, শপথ নিলেন উপদেষ্টারা

  • Aug 09, 2024

Share With

ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনাবসানের পর নতুন ইতিহাস হলো বাংলাদেশে। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা করল অন্তর্বর্তী সরকার। গতকাল রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন ও প্রবীণের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যরা শপথ নিয়েছেন। ক্ষমতার পালাবদলের মধ্যে পরিবর্তিত পরিস্থিতিতে গতকালই সকালে ঢাকা এসেছেন বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ সম্মানিত ড. ইউনূস। তিনি তাঁর নতুন সরকারের উপদেষ্টা পরিষদে ঐতিহাসিকভাবে ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধিকে ঠাঁই দিয়েছেন।

গত বৃহস্পতিবার রাত ৯টা ২১ মিনিটের দিকে বঙ্গভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। পরে শপথ বইয়ে সই করেন তিনি। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ৯টা ২৮ মিনিটে এ সরকারের ১৩ জন উপদেষ্টাও শপথ নিয়েছেন। তিনজন ঢাকার বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি। শপথ শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা ছাড়া অন্যান্য রাজনৈতিক দল ও সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুরশিদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, ইসলামী চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, উন্নয়নকর্মী ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি বলে সচিব জানান।

যাঁরা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মো. নাহিদ ইসলাম ও সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁদের মধ্যে নাহিদের বয়স ২৬, আর আসিফের ২৫। বাংলাদেশে এত কম বয়সে সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়ার নজির আর কারও নেই। এর আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যদের প্রটোকলে রাত ৮টা ২৫ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন ড. ইউনূস। তিনি বঙ্গভবনে এলে বাইরে অপেক্ষমাণ জনতা তাঁকে অভিবাদন জানায় ও স্লোগান দেয়। গতকাল দুপুর ২টার পর দেশে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান, পুলিশের নবনিযুক্ত আইজিসহ বিভিন্ন বাহিনীর প্রধান, সুশীলসমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশত্যাগ করে ভারতে চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন।

ড. ইউনূসের সঙ্গে আরও ১৬ উপদেষ্টা : ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর দেশের দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকারে আছেন মোট ১৭ উপদেষ্টা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আছেন প্রধান উপদেষ্টা হিসেবে। তাঁর সঙ্গে রয়েছেন আরও ১৬ উপদেষ্টা। গত রাতে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নিয়েছেন ড. ইউনূসসহ ১৪ জন। তিনজন ঢাকায় উপস্থিত না থাকায় তাঁরা গতকাল শপথ নেননি। পরে তাঁরা শপথ নেবেন। ড. মুহাম্মদ ইউনূসের এ উপদেষ্টা পরিষদে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা-উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির ও সুন্নি দেওবন্দি ইসলামী পন্ডিত আ ফ ম খালিদ হোসাইন, গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ, অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার।

এর মধ্যে সুপ্রদীপ চাকমা, ফারুক-ই-আজম ও বিধান রঞ্জন রায় পোদ্দার গতকাল শপথ নেননি। তাঁরা পরে শপথ নেবেন।