• Friday, January 24, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সেলুলয়েডে বঙ্গবন্ধু

  • Aug 16, 2018

Share With

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে ইনফোগ্রাফ ও ভিডিওচিত্র প্রদর্শনী ‘সেলুলয়েডে বঙ্গবন্ধু’।

বৃহস্পতিবার ও  শুক্রবার দুই দিনের এ প্রদর্শনীতে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত বেশ কয়েকটি ভিডিওচিত্র প্রদর্শন করা হবে। যৌথভাবে এর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আজ ও কাল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখানো হবে এ প্রদর্শনী। এতে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যবহুল ইনফোগ্রাফ, বিভিন্ন শিল্পকর্মের প্রদর্শনী ও বিভিন্ন সময়ে ধারণ করা বঙ্গবন্ধুর দুর্লভ ভিডিওচিত্র।

প্রদর্শনীতে দেখানো হবে ‘স্বাধীন বাংলায় ফিরে এলেন বঙ্গবন্ধু’, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুর জাতিসংঘে ভাষণ’, ‘মুজিবনগর সরকার’, মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘বঙ্গবন্ধুর জাপান সফর’, ‘তোমারই হোক জয়’, ‘বিশ্বসভায় বাংলাদেশ’, ‘গ্রেট রিসিপশন ইন দিল্লি, ইন্ডিয়া’, ‘এসো দেশ গড়ি’, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ’, ‘রহমান, দ্য ফাদার অব বেঙ্গল’ শিরোনামের ভিডিওচিত্র ও ইনফোগ্রাফ।