• Monday, December 30, 2024

তরুণদের স্বপ্নের কথা শুনলেন প্রধানমন্ত্রী

  • Nov 23, 2018

Share With

আলোকিত ডেস্ক: দেশ ও জনগণকে নিয়ে তরুণদের স্বপ্ন ও পরিকল্পনার কথা শুনেছেন এবং নানা প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

লেট’স টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জীবন, শৈশব, তারুণ্য, রাজনৈতিক সংগ্রাম, পারিবারিক ট্র্যাজেডি এবং দেশকে নিয়ে তার নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উঠে আসে।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক এ অনুষ্ঠানে সারাদেশ থেকে শিক্ষার্থী, উদ্যোক্তা, তরুণ পেশাজীবী, অ্যাথলেটস, খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মীসহ দেড়শ’র মতো তরুণ অংশ নেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন