• Friday, January 24, 2025

দুইদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

  • Oct 29, 2024

Share With
বাস শ্রমিকদের মারধরের দ্বন্দ্বের জেরে দুইদিন থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী শত শত যাত্রী। উপায়ান্তর না পেয়ে অটোরিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছেন।মঙ্গলবার (২৯ অক্টোবর)  বিকেলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার দপ্তরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, রাজশাহীর বাস মালিক সমিতির প্রতিনিধির উপস্থিতেতে সমঝোতা বৈঠক হলেও বাস চলাচল শুরু হয়নি। বুধবার আবারও দুই পক্ষের বসার কথা রয়েছে।চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক সূত্র জানায়, শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাসস্ট্যান্ডে রাজশাহীর মালিকানাধীন একটি বাসের শ্রমিকদের মারধরের জেরে সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী দূরপাল্লার কোচগুলোতেও কাজ বন্ধ করে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক-কর্মচারীরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মালিকানাধীন কোনো দূরপাল্লার কোচ চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে যাচ্ছে না। শুধু পাশাপাশি এ দুই জেলোর বাইরের জেলার মালিকানাধীন বিভিন্ন গন্তব্যের দূরপাল্লার কিছু কোচ অন্য জেলার শ্রমিক দিয়ে চালানো হচ্ছে।

মঙ্গলবার বিকেলে নাটোরের মালিকানাধীন দূর-দূরান্ত পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল আলিম বলেন, এভাবে কতক্ষণ চলবে বলা মুশকিল।যেকোনো সময় অন্য জেলার কোচগুলোও বন্ধ হতে পারে। এর আগেই এর সমাধান করতে হবে।
দূরপাল্লার একতা পরিবহনের কাউন্টার মাস্টার আইনাল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জের সব গন্তব্যের বাস ও কোচকে রাজশাহীর ওপর দিয়েই চলাচল করতে হয় বিধায় চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিককে মাঝেমাঝেই রাজশাহীতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়।চাঁপাইনবাবগঞ্জ ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (সাবেক জেলা মোটর শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেলে রাজশাহীতে পুলিশ কমিশনারের উপস্থিতিতে দুই পক্ষের বৈঠকে কিছু সমাধানের কিছু পথ তৈরি হয়েছে। বুধবার বৈঠকে পুরো সমাধান হতে পারে। পুরো পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানান সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।