• Friday, January 24, 2025

দু’দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল শুরু

  • Dec 18, 2024

Share With
দু’দিন বন্ধের পর আজ বুধবার আংশিক বাস চলাচল শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল। সকাল ৮টা থেকে চলছে লোকাল বাস। কিন্তু বন্ধ রয়েছে গেটলক ও মহানন্দা বাস সার্ভিস।এর আগে গত সোম-মঙ্গলবার দুদিনই একবেলা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যের বাস চলাচল করতে দেয়নি রাজশাহীর মালিক-শ্রমিকরা। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কর্মহীন হয়ে পড়েন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা। লোকসান হয় চাঁপাইনবাবগঞ্জের বাস মালিকদের।
বাস মালিক ও শ্রমিক সূত্র জানায়, গত সোমবার সকালে রাজশাহীর তানোরে রাজশাহীর বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালকদের দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।
এরই জেরে ওই দিন সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলাচলকারী সকল বাস চলাচল বন্ধ হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে গত সোমবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল করতে দেয়নি রাজশাহীর মালিক-শ্রমিকরা।পরে গত মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের মালিক-শ্রমিক নেতৃবৃন্দকে রাজশাহীর মালিক- শ্রমিকরা বুধবার থেকে বাস চলাচল পুনরায় শুরু করার আশাস দেন। এরই প্রেক্ষিতে আজ সকাল থেকে রাজশাহী রুটে শুধু লোকাল বাস চালু হয়।
চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক গ্রুপ উপদেষ্টা আমিনুল ইসলাম সেন্টু, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনার ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বিষয়টি নিশ্চিত করেছেন।তারা বলেন, রাজশাহীর শ্রমিকদের সকল সমস্যা এখনও সমাধান হয়নি। আপাতত সব পক্ষকে মানিয়ে শুধু লোকাল বাস চলাচল শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে গেইটলক ও মহানন্দা সার্ভিস চলবে।