দেনা মাথায় নিয়েও ‘উন্নত রাজশাহী’ গড়ার চ্যালেঞ্জ নিলেন মেয়র লিটন
- Oct 04, 2018
আলোকিত ডেস্ক : ১শ’ ১ কোটি টাকার দেনা মাথায় নিয়ে শুক্রবার রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্ব নিচ্ছেন নব নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। দায়িত্ব নিয়ে নতুন নগরপিতা তার নির্বাচনী ইশতেহারগুলো দ্রুত বাস্তবায়ন করতে চান। যদিও করপোরেশনের দেনা পরিশোধ করে দৃশ্যমান উন্নয়নে বছর খানেক সময় লাগবে বলে মনে করছেন নতুন মেয়রের। নগরবাসীর প্রত্যাশা সকল নাগরিক সেবা নিশ্চিত করে রাজশাহীকে উন্নত ও মেগাসিটিতে পরিণত করবেন মেয়র।
আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের দ্বায়িত্ব নিচ্ছেন শুক্রবার নব নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি ২০০৮ সালে প্রথমবারের মতো নগরপিতা নির্বাচিত হয়ে গ্রিন, ক্লিন ও এডুকেশন সিটিতে পরিণত করে বদলে দেন রাজশাহী মহানগরীকে। ২০১৩ সালের সিটি নির্বাচনে লিটনকে হারিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল বিজয়ী হয়ে নগরের দ্বায়িত্বভার নেন। এরপরই মুখ থুবড়ে পড়ে নগরের সকল উন্নয়ন কর্মকাণ্ড। তবে গত ৩০শে জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত বুলবুলকে প্রায় ৮৫ হাজার ভোটে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত লিটন। ১’শ ১ কোটি টাকার দেনা মাথায় নিয়ে নতুন নগরপিতা তার নির্বাচনী ইশতেহারগুলো দ্রুত বাস্তবায়ন করতে চান। এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘দায় দেনা পরিশোধ করে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে এনে আবারো কাজ শুরু করা কঠিন একটা বিষয়। এগুলো ঠিক করে তবেই রাজশাহীর উন্নয়ন।’
আর বছর খানেকের মধ্যে দেনা কাটিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পরিচ্ছন্ন শিল্প নগরী গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান সিটি মেয়র। এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা লক্ষ্য থাকবের ছয় মাস অথবা এক বছরের মধ্যে যে রাজশাহীকে আমই রেখে এসেছিলাম সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। পরিষ্কার পরিচ্ছন্ন সিটি গড়ে তোলা। ঢাকা-রাজশাহী বিরোতিহীন ট্রেন। কলকাতা-রাজশাহী ট্রেন চালু করা।’
আর কর্পোরেশনের দায়িত্ব নিয়েই প্রত্যাশা পূরণে কাজ করবেন মেয়র লিটন এমনটাই আশা নগরবাসীর। কয়েকজন নগরবাসী বলেন, ‘আবার নতুন ভাবে সব কিছু শুরু হোক আমরা চাই। সেই আগের রাজশাহীকে আমরা ফিরে পেতে চাই।’
চলতি বছরের ৫ সেপ্টেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।