• Monday, December 30, 2024

দেশটাকে পরিষ্কার করি কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জে ১৫ সেপ্টেম্বর

  • Sep 13, 2018

Share With

স্টাফ রিপোর্টার  : চাঁপাইনবাবগঞ্জে ১৫ সেপ্টেম্বর শনিবার পরিবর্তন চাই ট্রাস্ট এর আয়োজনে দেশব্যাপী পরিষ্কার কর্মসূচীর অংশ হিসেবে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে পরিষ্কার কর্মসূচীর উদ্বোধন করা হবে। এ-কর্মসূচীর শেষ হবে পৌর পার্কে এসে।

পরিবর্তন চাই ট্রাস্ট এর জেলা কমান্ডার তৌহিদা খাতুন কমলা স্বাক্ষরীত পত্র থেকে জানা যায়, ‘সত্য, সুন্দর আর পরিচ্ছন্নতার আন্দোলন” এ স্লোগানে দেশব্যাপী এ কর্মসূচী আয়োজন করা হয়েছে। দেশটাকে পরিষ্কার করি নামক অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও পরিষ্কার কার্যক্রম হবে। এরি মধ্যে সংগঠনটি ২০১৪ সালে দেশের ৪৩ টি জেলায় ২০ হাজারের অধিক, ২০১৬ সালে ৬৪টি জেলায় ১০০ টি স্থানে ৭০ হাজারের অধিক, ২০১৭ সালে ৬৪ জেলায় ১০০ টি স্থানে ১ লক্ষাধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরিষ্কার অভিযান সম্পন্ন হয়েছে।

সংগঠনটি ২০১৮ সালে আরও বড় আকারে এ অভিযান করবার প্রস্তুতি নিয়েছেন। ১৫ সেপ্টেম্বর শনিবার সারাদেশের ১৬৪ টি স্থানে এ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার এর অধিক স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পালন করা হবে দেশটাকে পরিষ্কার করি কর্মসূচী।