• Wednesday, March 12, 2025

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • Mar 11, 2025

Share With

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী প্ল্যাট ফরম এই কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, স্বেচ্ছাসেবক মশিউর রহমান, আকবর আলী, রুকাইয়া খাতুন পুস্পা, আব্দুর রহিমসহ অন্যরা। মানববন্ধন সঞ্চালনা করেন ওয়ালিদ হাসান মাইনুল।

ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রয়োজনে আইন সংস্কার করে ধর্ষকদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।