• Thursday, November 21, 2024

দেশে ফিরেছে দক্ষিণ এশিয়া জয় করা মেয়েরা

  • Oct 08, 2018

Share With

আলোকিত ডেস্ক : মাস দুয়েক আগে অনুর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ফিরতে হয়েছিল শূন্য হাতে। তাই অনুর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ নারী দল।

রবিবার সন্ধ্যায় ভুটানের থিম্পুতে ফাইনাল ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের মিশন সম্পন্ন করেছেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা। শিরোপা জিতে আর সে দেশে বেশিক্ষণ থাকেনি নারী দল। সোমবার সকালেই শিরোপা নিয়ে উপস্থিত হয়েছে দেশে।

সোমবার সকাল বাংলাদেশ সময় সোয়া আটটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে শিরোপা জয়ী মেয়েরা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনিবাহী কমিটির কোনো কর্মকর্তা বা সদস্য বিমানবন্দরে নারী দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন না।

নারী দলের সাথে ভুটান যাওয়া বাফুফের দুই সদস্য দলের সাথেই ফিরেছেন সকালে। পরে তারাই বিমানবন্দরে অবতরণ করে স্বাগত জানিয়েছে মেয়েদের। বাফুফের এমন অবহেলায় আবারও বড় হয়ে দাঁড়িয়েছে নারী দলের প্রতি ফেডারেশনের গুরুত্ব বা মূল্যের বিষয়টি।

অনুর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে ১৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। পরে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রাখে সেমিফাইনালে।

শেষ চারে স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ হওয়ায় কাজটা বেশ কঠিন ছিলো দলের জন্য। তবে সানজিদা, মৌসুমী, কৃষ্ণা ও শামসুন্নাহারের গোলে ৪-০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। রবিবার ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়েই নিজেদের শিরোপাস্বপ্ন সত্যি করেছে নারী দল।