• Saturday, December 21, 2024

দেশে স্কাইপ বন্ধ

  • Nov 20, 2018

Share With

দেশে ইন্টারনেটভিত্তিক জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপ সেবা বন্ধ হয়ে গেছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সেবাটি বন্ধের নির্দেশ দিয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

তবে স্কাইপ বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ স্বীকার করেনি বিটিআরসি। রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এ রকম সমস্যা হতে পারে।

সূত্র জানায়, সোমবার (১৯ নভেম্বর) রাতে বিটিআরসি’র সিমেস্টম ও সার্ভিস বিভাগ থেকে দেশের সব আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) স্কাইপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা সোমবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি আইআইজি’র শীর্ষ কর্মকর্তা বিটিআরসি’র নির্দেশে স্কাইপ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বলেন, ‘সোশ্যাল মিডিয়া বন্ধ করার জন্য বিটিআরসি থেকে কাউকে কোনও নির্দেশনা দেওয়া হয়নি। আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পারলাম যে, স্কাইপ বন্ধ হয়েছে। আসলে এটি বন্ধ হয়নি। কারিগরি ত্রুটির কারণে এ রকম সমস্যা হতে পারে।’