• Friday, January 24, 2025

দৈনিক গৌড় বাংলার মাসিক সভা অনুষ্ঠিত

  • Sep 11, 2018

Share With

স্টাফ রিপোর্টার :  চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গৌড় বাংলার মাসিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।  বিকেলে অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির। সভায় উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার স্টাফ রিপোর্টার ডি এম কপোত নবী, আইটি অফিসার আল-আমিন, সহকারী আইটি অফিসার শাহরিয়ার শিমুল, হিসাব রক্ষক কাম রিপোর্টার সফিকুল ইসলাম, শিক্ষানবীস নিলুফা ইয়াসমিন, আবু তাহের ও কেয়াটেকার মো. কোরাইশি। সভায় দৈনিক গৌড় বাংলার কর্মপরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।