• Monday, December 30, 2024

দৈনিক চাঁপাই চিত্র ৫ম বছরে পদার্পণ

  • Sep 16, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই চিত্র’ ৫ম বছরে পদার্পণ করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিকটি জেলাসহ রাজশাহীর তানোর, মন্ডুমালাতেও সুনাম অর্জন করেছে।

দৈনিক চাঁপাই চিত্রের ব্যবস্থাপনা সম্পাদক ওয়ালিউজ্জামান রুবেল এ প্রতিবেদককে জানান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁপাই চিত্রের সম্পাদক কামাল হোসেনের নির্দেশনায় এবারের বছরপূর্তি উপলক্ষে কোন আয়োজন করা হয়নি। তিনি আরও জানান, ১৪ সেপ্টেম্বর পত্রিকাটি ৫ম বছরের পথ চলা শুরু করেছে। ব্যবস্থাপনা সম্পাদক পাঠকসহ সকলকে প্রতিষ্ঠার বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁপাই চিত্র পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন সিটি প্রেসক্লাব, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক ও প্রকাশক মাহবুবুল ইসলাম ইমন এবং দৈনিক গৌড় বাংলার স্টাফ রিপোর্টার ও দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জের বার্তা সম্পাদক ডি এম কপোত নবী।

১৬ সেপ্টেম্বর ১৮
রাত ৮ : ৪৩