• Friday, January 24, 2025

দোকান বন্ধ করতে বলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা

  • May 15, 2020

Share With

যশোরের মনিরামপুরে করোনাকালে খুলে রাখা দোকানপাট বন্ধ করতে নির্দেশ দেয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর উচ্ছৃঙ্খল জনতার হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জালঝাড়া মাদ্রাসা মোড়ে এ হামলার মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার।

এ সময় ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জনতা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী ও থানার ওসি রফিকুল ইসলাম।

তারা জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ ঘটনার সঙ্গে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এ হামলায় মনিরামপুর গ্রামের আবু হুরাইরা সাগর (২৮) ও তাহেরপুর গ্রামের বিল্লাল হোসেন (৩০) নামে দুই আনসার আহত হয়েছেন। আহত দুজনকে মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হলে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।