• Saturday, December 21, 2024

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নেসকোর ভুতুড়ে বিল বন্ধসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • Dec 21, 2024

Share With

রাজশাহী ওয়াসার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা, নেসকোর ভুতুড়ে বিল বন্ধ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

শনিবার বেলা ১০টা থেকে ঘণ্টব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পবার হরিপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, হারুনার রশিদ, প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে বলা হয়, রাজশাহী ওয়াসা যে পানি নগরবাসীকে সরবরাহ করছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ওয়াসার পানিতে কলিফর্ম নামক ব্যাকটেরিয়া পাওয়া গেছে যা মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। অথচ পানির গুণগত মান বৃদ্ধি না করে অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। ওয়াসার পানির দাম বৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত দাবি করে দ্রুত সুপেয় পানি সরবরাহ ও পানির দাম সহনীয় পর্যায়ের রাখতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মসূচি থেকে নেসকোর প্রতি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, বিদ্যুতের সেবার নামে মানুষের পকেট কাটার ছক কষে নেসকো বিদ্যুৎ গ্রাহকের অজান্তেই টাকা লুট করছে। মানববন্ধন কর্মসূচি থেকে নেসকোর প্রিপেইড মিটার বাতিল, ভৌতিক বিল আদায় বন্ধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।