• Friday, January 24, 2025

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

  • Jul 16, 2019

Share With

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী-শিক্ষক সহ শ্রেণী-পেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, ২নং ওর্য়াড পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি বাবলু, সাধারণ সম্পাদক ডালু, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর শহীদ হোসেন রানা প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, হরিমোহন স্কুলের শিক্ষক মাহবুব হোসেন, জেলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক হারুনর রশীদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, জিলহাজ আলিসহ বিভিন্ন পেশাজীবি মানুষ।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করেন এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান।